IQNA

বিশ্ব ক্যাথলিকদের নেতা: গাজার বিরুদ্ধে আগ্রাসন সন্ত্রাসীমুলক কাজ

0:02 - December 02, 2023
সংবাদ: 3474737
বিশ্ব ক্যাথলিকদের নেতা পোপ ফ্রান্সিস গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকের সামরিক আগ্রাসনকে সন্ত্রাসী অভিযান হিসেবে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার আমেরিকান ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে: অক্টোবরের শেষে, বোমা ফেলা হচ্ছে এবং গাজার গভীরে ট্যাঙ্ক চলে যাচ্ছে, ইহুদিবাদী শাসনের প্রধান আইজ্যাক হারজোগ পোপ ফ্রান্সিসের সাথে একটি উত্তেজনাপূর্ণ ফোন কল করেছেন।
 
ফোনে ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে তিনি এই আহ্বান জানান।
 
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই কথোপকথনে পোপ ফ্রান্সিস গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকের সামরিক আগ্রাসনকে সন্ত্রাসী অভিযান হিসেবে বর্ণনা করেছেন।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে কথা বলেন পোপ ফ্রান্সিস। এ তিনি ইসরাইলের প্রেসিডেন্টকে গাজায় সন্ত্রাস না করার জন্য আহ্বান জানান। তখন ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগ বলেন, আমরা সেখানে আত্মরক্ষার লড়াই করছি। তখন পোপ বলেন, তবে যারা হামলা করেছে, তাদেরকে দায়ী করো। বেসামরিকদের এর জন্য দায়ী করা কিংবা শাস্তি দেয়া উচিৎ নয়।
 
ওয়াশিংটন পোস্ট লিখেছেন: পোপ এর আগে একটি জনসভায় জোর দিয়েছিলেন যে গাজার সংঘাত যুদ্ধের বাইরে চলে গেছে এবং এটি সন্ত্রাসবাদ।
 
এই আমেরিকান সংবাদপত্রটি যোগ করেছে: গাজায় ইহুদিবাদী শাসনের কর্মকাণ্ড সম্পর্কে পোপের প্রকাশ্য বিবৃতি আমেরিকান ইহুদি কমিটির মতো ইসরায়েলপন্থী গোষ্ঠীর ক্ষোভকে উস্কে দিয়েছে এবং আবারও ইহুদি নেতা এবং ভ্যাটিকানের মধ্যে উত্তেজনা প্রজ্বলিত করেছে।
 
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী হামলা শুরু করেছিল। এই হামলায় অন্তত ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।
captcha