হ্যানয়–কুয়ালালামপুর, ইকনা: ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়া ও ভিয়েতনাম হালাল শিল্পে সহযোগিতা জোরদার করছে। এর অংশ হিসেবে ভিয়েতনামে একটি শিল্প নগরী গড়ে তোলা হবে এবং আসিয়ান (ASEAN)-এর অধীনে একটি হালাল কাউন্সিল গঠন করা হবে।
00:02 , 2025 Sep 21