IQNA

হযরত যাইনাব (সা. আ.)এর তাওয়াসসুল

11:15 - December 29, 2022
সংবাদ: 3473080
তেহরান (ইকনা): আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ও নবীনন্দিনী হযরত ফাতিমা (সা.)'র কন্যা হযরত যাইনাব (সা.) ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন। কারবালার মহাবিপ্লবে তার অন্যতম অবদান রয়েছে। এছাড়াও তিনি তাঁর নানা উম্মতের জন্য এমন কিছু আমল রেখে গিয়েছেন, যেগুলো মাধ্যমে উম্মতেরা আত্মশুদ্ধির করার মাধ্যমে নিজেদেরকে অপবিত্রতা থেকে পবিত্রতার দিকে ধাবিত করতে পারবে।
আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ও নবীনন্দিনী হযরত ফাতিমা (সা.)'র কন্যা হযরত যাইনাব (সা.) ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন। কারবালার মহাবিপ্লবে তার অন্যতম অবদান রয়েছে। এছাড়াও তিনি তাঁর নানা উম্মতের জন্য এমন কিছু আমল রেখে গিয়েছেন, যেগুলো মাধ্যমে উম্মতেরা আত্মশুদ্ধির করার মাধ্যমে নিজেদেরকে অপবিত্রতা থেকে পবিত্রতার দিকে ধাবিত করতে পারবে। তেমনই একটি আমল হল হযরত যাইনাব (সা. আ.)এর তাওয়াস্সুল। 
হযরত যাইনাব (সা. আ.)এর তাওয়াসসুল পড়ার নিয়ম:
বিসমিল্লাহ... প্রথমেই বলে নিন
 
৬৯ টি সালাওয়াত পড়ে নিন
 
হযরত যাইনাবকে (সা. আ.) সালাওয়াত এর সাওয়াব হাদিয়া করুন
 
এরপর বিবি যাইনাব সালামুল্লাহ আলাইহা এর তাওয়াসসুল করুন
 
আপনার চাওয়া-পাওয়ার বিষয়গুলো জানান
 
আবার ৬৯ বার দরুদ শরিফ পড়ুন এবং হাদিয়া উপহার হিসেবে সাওয়াব নিবেদন করুন 
 
এরপর ৬৯ টাকা সাদাকাহ করে দিন।
 
মহান আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগী তাওয়াসসুল কবুল করে নিন... 
সূত্র: ইসলামী সংস্কৃতি জীবনধারা তিব্ব

 

captcha