IQNA

আফগানিস্তানের হেরাতে বিস্ফোরণে কয়েক ডজন লোক হতাহত + ভিডিও

20:01 - September 02, 2022
সংবাদ: 3472394
তেহরান (ইকনা): স্থানীয় আফগান সূত্র হেরাত শহরে একটি মারাত্মক বিস্ফোরণের খবর দিয়েছে। শুক্রবারে গাজেরগাহ মসজিদে এ বিস্ফোরণ ঘটে এবং এতে কয়েক ডজন নিহত ও আহত হয়েছেন।

বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদ। হেরাত পুলিশ সুত্রে  খবর, শুক্রবার মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন ধর্মগুরু মুজিব রহমান আনসারি ও তাঁর কয়েকজন রক্ষী। এই সময় বিস্ফোরণটি হয়। ধর্মগুরু ও তাঁর রক্ষী ছাড়াও বিস্ফোরণে নমাজ পড়তে আসা কয়েকজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বাড়ির জানালার কাঁচও ভেঙে যায়।
 
ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। এবার বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে হেরাত শহরের একটি মসজিদের বাইরে। ঘটনায় এক ধর্মগুরুসহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি জানিয়েছেন, শুক্রবার মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন ধর্মগুরু মুজিব রহমান আনসারি ও তাঁর কয়েকজন রক্ষী। এই সময় বিস্ফোরণটি হয়। ধর্মগুরু ও তাঁর রক্ষী ছাড়াও বিস্ফোরণে নমাজ পড়তে আসা কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। তবে, মোট কতজনের মৃত্যু হয়েছে, তা কিন্তু জানাননি হেরাত পুলিশের ওই মুখপাত্র।
 
বিস্ফোরণে মৃত ধর্মগুরু তালিবানপন্থী বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান নাগরিকের বিবৃতি তুলে ধরে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রায় এক বছর আগে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নিরাপত্তার ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেছে তালিবান প্রশাসন। কিন্তু গত বেশ কয়েকটি মাসে ধরে এই বিস্ফোরণের ঘটনা কাবুলিওয়ালার দেশে বৃদ্ধি পেয়েছে বলে খবর। মসজিদগুলি বিস্ফেোরণের প্রধান কেন্দ্র হয়ে উঠতে দেখা গেছে। আর বেশিরভাগ বিস্ফোরণ হয়েছে নমাজ পড়ার সময়।
 
আফগানিস্তানে হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। বেশ কয়েকটি বিস্ফোরণের দায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অগস্ট মাসেই আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা হামলায় ২০ জনের বেশি নিহত হয়। কাবুলের মাগরিবের মসজিদে নামাজের সময়, হামলায় আহত হন ৪০ জনের বেশি মানুষ। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন ওই মসজিদের ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলিও। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বাড়ির জানালার কাঁচও ভেঙে যায়।
 
চলতি বছরের এপ্রিল মাসে আফগানিস্তানের উত্তরে আরেকটি মসজিদ এবং একটি মাদ্রাসায় বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়। কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব শহরে ওই হামলায় আহত ও নিহতদের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষার্থী বলে আফগান প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল৷ এই হামলার দায় কেউ স্বীকার না করলেও, ইসলামিক স্টেট আফগানিস্তানের শিয়া মসজিদ-সহ বেশ কয়েকটি এলাকায় ধারাবাহিক বোমা হামলার দায় স্বীকার করেছিল। প্রসঙ্গত, মাজার-ই-শরিফে শিয়াদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও আরও ৮৭ জন আহত হয়। 4082671
captcha