IQNA

নাইজেরিয়ায় দায়েশের হামলায় পাঁচ সেনা নিহত

8:35 - November 14, 2021
সংবাদ: 3470975
তেহরান (ইকনা): নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সংশ্লিষ্ট বাহিনীর অতর্কিত হামলায় সেদেশের পাঁচ সেনা নিহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নো’র পশ্চিম আফ্রিকার দায়েশ-সংশ্লিষ্ট জঙ্গিদের অতর্কিত হামলায় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ মোট পাঁচ সেনা নিহত হয়েছেন।
 
ডেইলি ট্রাস্ট রিপোর্ট করেছে যে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অতর্কিত হামলার চালিয়ে একজন সেনা ব্রিগেডিয়ার জেনারেলকে গুলি করে হত্যা করেছে। এই রিপোর্টে আরও  যোগ করা হয়েছে যে, স্ক্রিয়া ওবা শহর থেকে এক কিলোমিটার দূরে বুলগোমা শহরে সন্ত্রাসীদের এই হামলায় অপর চার সৈন্য নিহত হয়েছেন। 
 
ঘটনাটি ঘটে যখন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বোর্নো রাজ্যে একটি সামরিক ঘাঁটিতে বড় আকারের হামলা চালায়। হামলার পর আশপাশের এলাকার শত শত বেসামরিক মানুষ পাহাড়ে পালিয়ে যায়।
 
দুই বছর আগে নাইজেরিয়ার বোর্নো রাজ্যে একটি ব্যারাকে দায়েশের সন্ত্রাসীদের হামলার ফলে কমপক্ষে ১৮ জন সেনা হতাহত হয়েছিল।
 
উল্লেখ্য, বোর্নো রাজ্য সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের প্রধান ঘাঁটি। গত ১০ বছরে এই অঞ্চলে এই গোষ্ঠীর হামলায় প্রায় ২৭,০০০ লোক নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। iqna
 

 

captcha