IQNA

২০ বছর পর আফগানদের যে বিমান ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র

13:02 - July 02, 2021
সংবাদ: 3470234
তেহরান (ইকনা): দুই দশক পর আফগানিস্তানের বাঘরাম বিমানঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বিষয়টি জানিয়েছেন।

এই বাঘরামঘাঁটি এতদিন ধরে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ ছিল।

ওই কর্মকর্তা বলেন, বাঘরামঘাঁটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে কখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা সরিয়ে নেওয়া হয়েছে তা বলেননি এই কর্মকর্তা।

তবে এ ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে, এ কর্মকর্তা সে বিষয়েও কিছু বলেননি।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তানে আগ্রাসনের ২০ বছরের মাথায় দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে হামলার মাত্রা বাড়িয়েছে তালেবান। দখলে নিচ্ছে একের পর এক এলাকা।

দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগুনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ। সূত্র: এনডিটিভি

captcha