IQNA

ইসরাইলরে সাথে আলোচনার খবর সম্পূণৃ গুজব: ইমরান খান

21:27 - December 20, 2020
সংবাদ: 2611987
তেহরান (ইকনা): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইমরান খান।

তিনি এ রিপোর্টকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন, পাশাপাশি প্রশ্ন করেছেন- ইহুদিবাদী ইসরাইলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতি দেয় না সেকারণে কেন পাকিস্তানের মন্ত্রীরা তেল আবিব সফর করবেন?

গতকাল (শুক্রবার) পাকিস্তানের সামা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, ইসরাইল থেকে প্রকাশিত এসব রিপোর্ট মূলত তার সরকারকে লক্ষ্য করে প্রচারণা ছাড়া আর কিছু নয়।

গত বুধবার ইসরাইলের কয়েকটি পত্র-পত্রিকা খবর দিয়েছে যে, ইমরান খানের একজন শীর্ষ পর্যায়ের উপদেষ্টা গত মাসে গোপনে ইজরাইল সফর করেছেন।

প্রচারণামূলক ওই খবরে ইসরাইলি গণমাধ্যমগুলো দাবি করেছিল যে, ইমরান খানের পক্ষ থেকে বিশেষ বার্তা বহন করে নিয়ে গেছেন ওই উপদেষ্টা। ইসরাইলি গণমাধ্যম আরও দাবি করেছে যে, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ নিয়ে ইমরান খান তার উপদেষ্টাকে বার্তা পাঠিয়েছেন। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা জেরুজালেম পোস্টও এ খবর প্রকাশ করেছিল কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়।iqna

captcha