IQNA

সৌদি আরবে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

23:30 - December 17, 2020
সংবাদ: 2611974
তেহরান (ইকনা): সৌদি আরবে করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ২২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সময় ঘোষণা করা হয়েছে।

কুরআন হেফজ, ক্বিরাত এবং তাফসিরের আলোকে “বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পুরষ্কার” নামক ২২তত জাতীয় কুরআন প্রতিযোগিতার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্মতি প্রদান করেছেন।

ইসলামিক, প্রচার ও গাইডেন্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিযোগিতার অনুষ্ঠান ১৪৪২ হিজরির রমজান মাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য পুরষ্কার হিসেবে ৩২ লাখ ৩৪ হাজার রিয়াল ধার্য করা হয়েছে।

এই প্রতিযোগিতা নারী ও পুরুষদের জন্য এ বছরের শাবান মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাসের কারণে সেদেশের বাদশাহ এই প্রতিযোগিতার অনুমোদন দিয়েছেন।

ইসলামিক, প্রচার ও গাইডেন্স মন্ত্রণালয়ের এপ্রিল মাসে ঘোষণা করেছিল যে, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময় পরবর্তীতে ঘোষণা করা হবে। ব্যাখ্যা বলেছিল: কোভিড -19 ভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। iqna

 

captcha