IQNA

কাবুলে শিখ মন্দিরে হামলায় নিহত ১১

0:01 - March 26, 2020
সংবাদ: 2610479
তেহরান (ইকনা)- আফগানিস্তানরে রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে হামলা ১১ জন নিহত হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বুধবার জানান, নিরাপত্তা বাহিনী ওই এলাকা ব্লক করে রেখে পণবন্দীদের উদ্ধারে জন্য বন্দুকধারীদের সঙ্গে লড়াই করেছে। তিনি জানান, ভবনের মধ্যে লোকজন আটকা পড়েছে এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

আফগানিস্তানে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি অ্যাডভোকেট নরেন্দ্র সিং খালসা বলেন, তিনি জানতে পেরেছেন যে, গতকাল সকালে হামলা শুরু হয় এবং মন্দিরের মধ্যে ২০০ মানুষ আটকা পড়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আফগান তোলো নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান গোলাগুলিতে অন্তত ১১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই ঘটনার দায়িত্ব স্বীকার করে নি। আফগান তালেবান ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ ধরনের হামলা থাকে।

আফগানিস্তানে শিখ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে হাজার খানকে শিখ ও হিন্দুর বসবাস রয়েছে।

এদিকে বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা পাঠিয়ে কাবুলের শুরবাজার এলাকায় ডার্মাসাল নামক প্রাচীনতম শিখ মন্দিরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারের নিকটে সেদেশের সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়গুলো রক্ষার জন্য গুরুত্বারোপ করেছে।  iqna

 

captcha