IQNA

মুসলিম সংগঠনের নেতা-কর্মীদের টার্গেট করে ব্যাপক ধরপাকড় শুরু

22:45 - January 04, 2020
সংবাদ: 2609973
আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল গোটা ভারত। বিভিন্ন রাজ্যের বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে অনেকেই এই নয়া আইনের বিরোধিতা করেছেন। তবে এই মুহূর্তে এই আ'ইনের বিরুদ্ধে সবথেকে জটিল পরিস্থি'তি হয়ে রয়েছে উত্তরপ্রদেশে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সরাসরি সেই রাজ্যতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্র'তিবা'দে সামিল হয়েছে। আর তাই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইয়ের ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পিএফআইকে নি'ষি'দ্ধ করার সুপারিশ করেছিলেন। এছাড়াও জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে হিং'সা'ত্ম'ক কাজে যুক্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। পাশাপাশি উত্তরপ্রদেশের আর এক মন্ত্রী মোহসিন রাজা অভিযোগ করেছিলেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর ম'দ'ত পায় পপুলার ফ্রন্ট।

উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিং শুক্রবার জানিয়েছেন, সাম্প্রতিককালে উত্তর প্রদেশে যে ধরণের প'রি'স্থি'তি তৈরি হয়েছে তার জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রতাক্ষ্যভাবে দা'য়ী। আর এই কারণে প্রমাণসহ তারা ২৫ জনকে গ্রেফতার করেছেন।

ডিজিপি ওপি সিং সাংবাদিকদের জানিয়েছেন মঙ্গলবার তিনি এই বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। দাবি করেছেন যাতে উত্তরপ্রদেশ থেকে পিএফআইকে নি'ষি'দ্ধ ঘোষণা করা হয় দ্রুত। এছাড়াও ওই সংগঠনের উত্তর প্রদেশের প্রধান ওয়াসিমসহ ১৬ জনকে প্রমাণ সহ গ্রে'ফতার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এছাড়াও জানানো হয়েছে, পিএফআইয়ের সদস্যরা রাজ্যের বেশ কয়েকটি অংশে স'হিং'স আন্দোলনে প্ররোচনা দিয়েছিল। পুলিশের এডিজি জানিয়েছেন, ২৫ জন পপুলার ফ্রন্টের নেতা-কর্মীদের রাজ্যের বিভিন্ন অংশ থেকে গ্রে'ফ'তার করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ শাখার প্রধানও। উত্তর প্রদেশের সামলি জেলা থেকে ১৯ ডিসেম্বর ২৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে অধিকাংশই ছিল পিএফআইয়ের সদস্য। এমনটাই জানা গিয়েছে পুলিশি তরফে।
সূত্র : কলকাতা ২৪/ mtnews24

captcha