IQNA

মসজিদ নির্মাণের জন্য জমি দান করলো শিখ পরিবার

22:49 - December 28, 2019
সংবাদ: 2609922
আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) বলবৎ করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারত। এরই মধ্যে পাঞ্জাবের মোগা জেলার মাচিকে গ্রামে এক শিখ পরিবার বরনালা-মোগা জাতীয় সড়কের কাছে নিজেদের ১৬ মার্লাস জমি অর্থাৎ ৪৮৪ বর্গ গজ জমি মসজিদ তৈরির জন্য দান করলেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জাতীয় সড়কের ধারে একটি মসজিদ ছিল গ্রামে। কিন্তু রাস্তা চওড়া করার জন্য সেই ২০০ বছরের পুরানো মসজিদটি ভাঙা পরে। এই সময়ে মসজিদ সরিয়ে নিয়ে যেতে যে জমি লাগত তার দাম প্রায় ৮ লক্ষ টাকা ছিল। কিন্তু গ্রামের গুটি কয়েক মুসলিম পরিবার মাত্র ৫০ হাজার টাকা জোগাড় করতে সফল হন।

এই পরিস্থিতিতে এক বছর আগে মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির তরফে সড়ক নির্মাণ সংস্থার কাছে আবেদন করা হয়, তাঁরা যাতে মসজিদটি ছেড়ে প্রকল্পটির কাজ করেন। কিন্তু তাতে তেমন লাভ হয়নি।

এর পর তারা গ্রাম পঞ্চায়েতের কাছে দরবার করে। যাতে বলা হয়, গ্রামের মোট ১৪ থেকে ১৫টি মুসলিম পরিবারের একমাত্র ধর্মাচরণের স্থান ওই মসজিদটি। যা ভাঙা পড়েছে। যদি গ্রামের মধ্যে একটু জমি পাওয়া যায়, তাহলে তারা নতুন একটি মসজিদ গড়তে পারেন। কিন্তু সেই ডাকে তেমন কোনও সারা পায়নি মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি। এই পরিস্থিতিতে গ্রামেরই এক শিখ দর্শন সিং ও তার পরিবার তাদের জমি থেকে এক ফালি জমি দান করেন। সেই জমিতেই বর্তমানে তৈরি হয়েছে নতুন মসজিদ।

এই অঞ্চলে ইসলামিক কল্যাণ সমিতির প্রধান রূপ মোহাম্মদ বলেছেন: "এই গ্রামে মোট ৭ হাজার নাগরিকের মধ্যে মাত্র ১৫টি মুসলিম পরিবার রয়েছে। মসজিদ নির্মাণের জন্য আমাদের পর্যাপ্ত মূলধন ছিল না। দর্শন সিং-এর পরিবার এই জমি দান করার ফলে আমরা ভালোভাবে এই মসজিদটি নির্মাণ করতে সক্ষম হয়েছি।  iqna

 

 

captcha