IQNA

ভারতের ৮ রাজ্যে হিন্দুরা 'সংখ্যালঘু' হয়ে পড়েছে

15:38 - November 01, 2017
সংবাদ: 2604215
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৮ রাজ্যে হিন্দুদের 'সংখ্যালঘু' ঘোষণা করার আর্জিতে জনস্বার্থ মামলা হল সুপ্রিম কোর্টে। আবেদনকারী তথা বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দাবি, তার উল্লেখ করা ৮টি রাজ্যে হিন্দুরা সত্যিই সংখ্যালঘু হয়ে গেছে।

বার্তা সংস্থা ইকনা: ওই রাজ্যগুলিতে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া উচিত হিন্দুদের। রাজ্যগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, পাঞ্জাব এবং লাক্ষাদ্বীপ।

১৯৯৩ সালে কেন্দ্রীয় সরকারের তরফে জারি হওয়া একটি বিজ্ঞপ্তিকেও অসাংবিধানিক ঘোষণা করার আর্জি জানিয়েছেন আবেদনকারী। '৯৩-এর ২৩ অক্টোবর কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞপ্তি জারি করে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বীদের 'সংখ্যালঘু'-র মর্যাদা দিয়েছিল।

পরে ২০১৪ সালে এই তালিকায় যুক্ত করা হয়েছে জৈনদের। মামলাকারী উপাধ্যায়ের কথায়, '২০১১ সালের জনগণনার পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৮টি রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে। কিন্তু, আজও সরকারিভাবে হিন্দুরা সেই মর্যাদা পায়নি।

এবার সেই মর্যাদা আদায় করার সময় এসেছে।' মামলায় কেন্দ্রীয় আইন মন্ত্রককে প্রতিপক্ষ করা হয়েছে। আবেদনে ২০১১ সালের জনগণনা অনুযায়ী ৮ রাজ্যে হিন্দু জনসংখ্যার আনুপাতিক হার উল্লেখ করেছেন উপাধ্যায়।

বলা হয়েছে, হিন্দুরা রয়েছেন জম্মু ও কাশ্মীরে ২৮.৪৪ শতাংশ, মিজোরামে ২.৭৫, নাগাল্যান্ডে ৮.৭৫, মেঘালয়ে ১১.৫৩, অরুণাচল প্রদেশে ২৯.০৫, মণিপুরে ৩১.৩৯, পাঞ্জাবে ৩৮.৪ এবং লাক্ষাদ্বীপে ২.৫ শতাংশ। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ২০,০০০ সংখ্যালঘু ছাত্রছাত্রীকে বৃত্তিমূলক শিক্ষার জন্য স্কলারশিপ দেয়। এমটিনিউজ
captcha