IQNA

হজের ভাবমূর্তি বদলে দিচ্ছে স্মার্ট ফোন ও সামাজিক মাধ্যম

23:49 - September 02, 2017
সংবাদ: 2603738
আন্তর্জাতিক ডেস্ক: বহুবছর আগে হজ ব্যবস্থা ছিল অত্যান্ত কঠিন। হজের জন্য যাওয়ার মানুষ বহুদিন ধরে মাইলের পর মাইল পাড়ি দিতো এই দিনের অপেক্ষায় । প্রিয়জনদের থেকে দূরে যাওয়ার কষ্ট ও হজের শান্তি মিলেমিশে অন্যরকম এক অনুভ‚তি দিতো হাজীদেরকে।
হজের ভাবমূর্তি বদলে দিচ্ছে স্মার্ট ফোন ও সামাজিক মাধ্যম
বার্তা সংস্থা ইকনা: কিন্তু এখন যুগ বদলেছে। এখন হজে যাওয়ার পথ থেকে শুরু করে হজের স্থানেরও হাজীরা স্মার্ট ফোনের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। সামাজিক মাধ্যমে সেখানকার ছবি শেয়ার করতে পারে।

পবিত্র শহরে গিয়ে স্মার্ট ফোনের ব্যবহার বা সামাজিক মাধ্যমে সকল কিছু তুলে ধরে ‘শো অফ ’ করাকে খুব ভালো চোখে দেখা হচ্ছে না। পবিত্র শহরে এসে ঈশ্বরের নামে সময় উৎসর্গ না করে সামাজিক মাধ্যমে পড়ে থাকলে আদৈও তাদের প্রাথর্না পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহে আছেন অনেকে।

এবিষয়ে সুদানের একজন তীর্থযাত্রি মো.ফাদল আল্লাহ বলেন,‘এই বিষয়টি নিয়ে খুব কথা হচ্ছে। আল্লাহর প্রতি একমনে প্রার্থনা করার পথে এটিকে বাধা হিসেবে মনে করা হচ্ছে।’

অন্যদিকে এ যুগের সুবিধার কথা তুলনা করে সামাজিক মাধ্যমের গুনগান গেয়েও অনেকে কথা বলেছেন। এবিষয়ে মিশরীয় তীর্থযাত্রি মারয়াম এল-সায়েদ বলেন, ‘সামাজিক মাধ্যম বা স্মার্ট ফোন একটি মাধ্যম যা দ্বারা আমরা আমাদের প্রিয়জনের সঙ্গে হজের অনুভ‚তি ভাগ করে নিয়ে পারি। তবে কেউ যদি সারাক্ষন সামাজিক মাধ্যমে পড়ে থাকে আর ছবি শেয়ার করে সেটি আলাদা কথা ।’

হজ ও হাজীর জন্য স্মার্ট ফোন ও সামাজিক মাধ্যমের ব্যবহার সঠিক কিনা তা নিয়ে সমালোচনার কমতি নেই । তবে একজন হাজী বা তীর্থযাত্রির কাছে এই পবিত্র যাত্রা অমূল্য। তাই তার যাত্রা সঠিক পথে যাচ্ছে কিনা তা নিয়ে ভাবার দায়িত্ব তারই। আরব নিউজ/ আমাদের সময়
ট্যাগ্সসমূহ: হজ ، স্মার্ট ، ফোন ، মানুষ ، ইকনা ، আল্লাহ
captcha