IQNA

মসজিদুল হারাম; যেখান থেকে ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন

23:32 - May 14, 2017
সংবাদ: 2603084
মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম মসজিদ। এ মসজিদের কেন্দ্রস্থলে রয়েছে পবিত্র কাবা গৃহ; যা আল্লাহর জমিনের সবচেয়ে পবিত্র ভূমি এবং যেদিকে মুখ করে মুসলমানরা নামায আদায় করে থাকে।
বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.) হলেন রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) সর্বশেষ মাসুম ইমাম; তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েত ও দিকনির্দেশনার জন্য সর্বশেষ হুজ্জাত। তিনি আল্লাহর নির্দেশে মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেছেন এবং আবার আল্লাহর নির্দেশ আসলে আবির্ভূত হবেন। হাদীসের বর্ণনা অনুযায়ী তিনি পবিত্র কাবা গৃহের নিকট থেকে তার ঐতিহাসিক আবির্ভাবের সূচনা করবেন। তিনি কাবা গৃহের দেয়ালে নিজের হাত রেখে আওয়াজ তুলবেন যে, হে বিশ্ববাসী! আমি ইমাম মাহদী; যার পিতামহকে কারবালাতে পিপাসার্ত অবস্থাতে শহীদ করা হয়েছে।

কুরআনে বর্ণিত রয়েছে যে ইবরাহিম (আ) ও ইসমাইল (আ) দুজন একত্রে কাবা নির্মাণ করেন। ইবরাহিম (আ) কাবার পূর্ব কোণে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করেছিলেন যা হাদিস অনুযায়ী বেহেশত থেকে আগত। ইবরাহিম (আ) এর নির্মিত কাবার মধ্যে এই পাথরটিই একমাত্র আদি বস্তু হিসেবে টিকে রয়েছে।

কাবা নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইবরাহিম (আ) কে হজ্জের জন্য আহ্বান করতে আদেশ দেয়া হয়। কুরআনের সূরা হজ্জে উল্লেখ আছে-

আর মানুষের কাছে হজ্জ ঘোষণা করে দাও। ওরা তোমার কাছে আসবে পায়ে হেটে ও ধাবমান উটের পিঠে চড়ে, আসবে দূরদূরান্তের পথ অতিক্রম করে। (সূরা হজ্জ, আয়াত ২৭)
captcha