IQNA

৩০ বছরের মধ্যে ইউরোপে গৃহযুদ্ধ বাধবে: বেলজিয়ামের ঐতিহাসিক

19:27 - February 04, 2017
সংবাদ: 2602475
আন্তর্জাতিক ডেস্ক: তিনি বলেছেন, “২০ থেকে ৩০ বছরের মধ্যে গৃহযুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর ইউরোপ হবে স্বৈরশাসক শাসিত অথবা সাম্রাজ্যবাদী রাষ্ট্র।”
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাধবে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের ‘ব্রাসেলস ফ্রি ইউনিভারসিটি’র ঐতিহাসিক ডেভিড এঞ্জেলস। ইউরোপ মহাদেশ ও রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে তুলনা করে তিনি এ কথা বলেছেন। এ বিষয়ে ঐতিহাসিক এঞ্জেলসের একটি কলাম আজ (শনিবার) প্রকাশ হয়েছে।
ওই কলামে তিনি বলেছেন, "২০ থেকে ৩০ বছরের মধ্যে গৃহযুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর ইউরোপ হবে স্বৈরশাসক শাসিত অথবা সাম্রাজ্যবাদী রাষ্ট্র।” তিনি আরো বলেছেন, "আমি ধারণা করি, গৃহযুদ্ধ হবে এবং এর ফলে ইউরোপ সামাজিক ও  রাজনৈতিক সংস্কার আনতে বাধ্য হবে; তা আমরা পছন্দ করি আর নাই করি- যেমনটি হয়েছে খ্রিস্টপূর্ব প্রথম বছরে রোমান সাম্রাজ্য পতনের মধ্যদিয়ে।”
বিষয়টির ব্যাখ্যা করে ঐতিহাসিক এঞ্জেলস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও জুলিয়াস সিজারের মধ্যে এত ব্যাপক এবং এত নিশ্চিত সামঞ্জস্য রয়েছে যে, গত কয়েক দশক ধরে তার উপস্থিতি দেখা যাচ্ছে। ৩৭ বছর বয়সী এ ঐতিহাসিক বলেন, রোমান সাম্রাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে যেসব উপাদান ইউরোপীয় ইউনিয়নে তার সবই বিদ্যমান রয়েছে।#

ট্যাগ্সসমূহ: ইকনা ، ইউরোপ ، গৃহযুদ্ধ ، ৩০ বছর
captcha