IQNA

মাস্কাটে ইমাম আলী (আ.) এবং ইমাম সাদিক (আ.)এর অন্তর্গত কুরআন শরিফ প্রদর্শন

0:17 - November 23, 2016
সংবাদ: 2602011
আন্তর্জাতিক ডেস্ক: মাস্কাটে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীতে ইমাম আলী (আ.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর অন্তর্গত কুরআন শরিফের কয়েকটি পৃষ্ঠা উপস্থাপন করা হয়েছে।
মাস্কাটে ইমাম আলী (আ.) এবং ইমাম সাদিক (আ.)এর অন্তর্গত কুরআন শরিফ প্রদর্শন
বার্তা সংস্থা ইকনা: ওমানে অনুষ্ঠিত ভারতে উৎসব অনুষ্ঠানের পর সেদেশের অবস্থিত ভারতীয় দূতাবাস মাস্কাটে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর ব্যবস্থা করে।
উক্ত প্রদর্শনী ২১শে নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ৩ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীতে পবিত্র কুরআনের চল্লিশটি আয়াতের ক্যালিগ্রাফি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
এই সকল ক্যালিগ্রাফির মধ্যে ইমামগণের অন্তর্গত কিছু ক্যালিগ্রাফি উপস্থাপন করা হয়েছে।
বলাবহুল্য, প্রদর্শনীতে উপস্থাপিত সকল শিল্প ভারতের রামপুর শহরের রেজা (আ.)এর লাইব্রেরী থেকে সংগ্রহ করা হয়েছে।
iqna


captcha