IQNA

ইমাম মাহদীর আবির্ভাব শুধু আল্লাহর ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের চাওয়ারও ভূমিকা রয়েছে

19:22 - August 20, 2016
সংবাদ: 2601424
অনেকে মনে করে একমাত্র আল্লাহর চাইলেই ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে এবং জনগণের চাওয়ার যে একটা বড় ভূমিকা আছে তা তারা মানতেই চায় না। তবে হাদিসের ভাষায় মানুষ যতক্ষণ পর্যন্ত ইমামের আসার জন্য প্রস্তুত না হবে ততক্ষন পর্যন্ত তার আবির্ভাব ঘটবে না।


যে কোন একটি বিপ্লব প্রতিষ্ঠার জন্য
সাধারণ নিয়ম এবং সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আর সেখানে ইমাম মাহদীর বিশ্বজনীন বিপ্লব কখনোই সর্বসাধারনের প্রস্তুতি ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। সুতরাং এই বিরাট পরিবর্তনকে মেনে নেয়ার জন্য অবশ্যই সর্বসাধারণের প্রস্তুতি থাকতে হবে।

ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষা এমন একটি প্রতীক্ষা যা কেবলমাত্র ক্ষেত্র প্রস্তুত হওয়ার মাধ্যমে প্রস্ফুটিত হবে এবং তা ওই সময়ে সম্ভব যখন প্রত্যেকেই শেষ যামানায় বিশ্বমানবতার মুক্তিদাতার প্রতীক্ষায় থাকবে। তিনি এসে তার অনুসারীদের সাহায্যে সবধরণের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কেবলমাত্র মোজেযার মাধ্যমে বিশ্বকে সুসজ্জিত করা সম্ভবপর নয়।

ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষা, প্রতীক্ষাকারীদের মধ্যে তাকে সাহায্য করা ও সঙ্গ দেওয়ার স্পৃহা তথা অনুপ্রেরণা যোগায়। মানুষকে ব্যক্তিত্ব ও জীবন দান করে এবং তাদেরকে শুন্যতা ও হতাশা থেকে মুক্তিদান করে।

যা বর্ণিত হয়েছে তা প্রতীক্ষার বিশাল বৈশিষ্ট্যের (যা সকলমানুষের অন্তরে গেঁথে আছে) একটি অংশ মাত্র এবং কোন প্রতীক্ষাই তার প্রতীক্ষার সমকক্ষ নয়। সুতরাং ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষার বিভিন্ন দিক ও বহুমুখী ফলাফল সম্পর্কে জানা এবং প্রতীক্ষাকারীদের দায়িত্ব ও তার নজিরবিহীন পুরস্কার সম্পর্কে কথা বলা যথাযত হবে।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: যারা ইমাম মাহদীর (আ.) সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

মোদ্দা কথা প্রতীক্ষা এমন একটি পবিত্র ঘটনা যা প্রতিক্ষিত ব্যক্তি ও সমাজের শিরা উপশিরায় ধাবমান। মানুষের জীবনের সকল অধ্যায়ে খোদায়ী রং দান করে এবং কোন রং খোদায়ী রঙের চেয়ে উত্তম ও স্থায়ী হতে পারে ? পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে: صِبْغَةَ اللَّـهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّـهِ صِبْغَة

আল্লাহর রং (গ্রহণ কর), রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর ?এবং আমরা তারই ইবাদতকারী।

ইমাম কাযিম (আ.) বলেছেন: আমাদের অনুসারীদের সৌভাগ্য যারা আমাদের কায়েমের অদৃশ্যের সময়ে আমাদের সাথে বন্ধুত্বে অটল থাকবে এবং আমাদের শত্রুদের সাথে শত্রুতায় অটল থাকবে। তারা আমাদের এবং আমরাও তাদের। তারা আমাদের নেতৃত্বতে সন্তুষ্ট (এবং আমাদের ইমামতকে গ্রহণ করেছে) এবং আমরাও সন্তুষ্ট যে তারা আমাদের অনুসরী (শিয়া)। তারা সৌভাগ্যবাণ! আল্লাহর শপথ করে বলছি কিয়ামতের দিন তারা আমাদের সাথেই থাকবে।

captcha