IQNA

পবিত্র কুরআনের অর্থ বোঝার জন্য গুরুত্বারোপ করলেন মালয়েশিয়ার মুখ্যমন্ত্রী

18:58 - June 22, 2016
সংবাদ: 2601040
আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের পবিত্র কুরআন অর্থ বোঝার এবং জানার জন্য গুরুত্বারোপ করেছেন মালয়েশিয়ার সাবাহ প্রদেশের মুখ্যমন্ত্রী 'মুসা আমান'।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে এক বক্তৃতায় মুসা আমান বলেন: পবিত্র কুরআন অর্থ বোঝার এবং জানার জন্য মুসলমানদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। মানবতার মূল্যবোধ বিকাশের জন্য পবিত্র কুরআনের অর্থ বোঝার গুরুত্ব অপরিসীম।
আমান আরও বলেন: মহানবী হযরত মোহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় তার সাহাবিগণ পবিত্র কুরআন অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে অবগত ছিলেন। এজন্য তারা জীবনে সাফল্য অর্জন করেছিলেন।
তিনি বলেন: মুসলমানদের জীবনের উন্নয়নের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা ভূমিকা অপরিসীম এবং উন্নয়নের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।
Iqna


captcha