IQNA

ইন্দোনেশিয়ায় কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন

19:19 - April 04, 2016
সংবাদ: 2600557
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের ইন্দোনেশিয়ান শাখার কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত দারুল কুরআন হতে যে সকল ছাত্র-ছাত্রী পবিত্র কুরআনের ২৯ ও ৩০ পারা হেফজ করেছেন, তাদেরকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। কুরআন মাহফিলের পর শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করা হয়।

আন-নাসর, মুযাম্মিল এবং মুলক সূরা তিলাওয়াতের মাধ্যমে উক্ত কুরআন মাহফিল শুরু হয়। অতঃপর হাফেজগণ পবিত্র কুরআনের ২৯ ও ৩০ পারার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

এছাড়াও আরবি ও ইন্দোনেশিয়ান ভাষায় তাওয়াশি ও ইসলামিক সঙ্গীত এবং হযরত ফাতিমা যাহরা (সা.)এর শানে গজল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায় হাফেজদের পুরস্কার প্রদান করা হয় এবং কুরআন খতমের দোয়া ও দোয়া-ই-ফারাজ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

iqna


captcha