IQNA

মসজিদুল আকসায় ঈদের নামাজে ৬০ হাজারের বেশি মুসল্লি

15:37 - April 10, 2024
সংবাদ: 3475322
ইকনা: ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের মসজিদুল আকসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর কড়া বিধি-নিষেধের মধ্যে এ জামাতে অংশ নেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি। গাজায় যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনিরা। তাই ঈদের খুতবা থেকে সব আলোচনায় রয়েছে স্বজন হারানোর বেদনার ছাপ। নেই ঈদের আনন্দ ও উৎসবমুখ পরিবেশ। 

আজ বুধবার (১০ এপ্রিল) সকালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বৃষ্টিমুখর পরিবেশে তাঁরা নামাজ আদায় করেন। 

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানায়, মসজিদুল আকসায় ৬০ হাজারের বেশি মুসল্লি ঈদের জামাতে অংশ নিয়েছেন। ভোরবেলা থেকে মুসল্লিদের আগমন শুরু হয়।


অবশ্য ইসলায়েলি পুলিশ অনেক মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেয়নি। তারা জেরুজালেমের বিভিন্ন সড়কে নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায়ের পর স্বজনদের কবর জিয়ারত করতে আশপাশের কবরস্থানে যান। 
পবিত্র রমজানের এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের অধিকাংশ দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।


মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যাকায় হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। গত ছয় মাসে গাজায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; এরমধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে। তা ছাড়া এ সময়ে ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

captcha