IQNA

‘রমজান বাজার’ প্রতিষ্ঠায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মনোযোগ

21:21 - February 13, 2022
সংবাদ: 3471424
তেহরান (ইকনা): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, কারোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ সত্ত্বেও দেশের রমজানের বাজার বন্ধ থাকবে না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ব্যবসা ও শিল্প মালিকদের আশ্বস্ত করে বলেছেন, কারোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না।
 
তিনি বলেন: এর মধ্যে রয়েছে রমজানের বাজার এবং আমি আবার বলতে চাই যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করব না। ঈদ হোক বা রোজার মাস হোক বা রমজানের বাজার হোক বা রাতের বাজার তাতে কিছু যায় আসে না।
 
মালয়েশিয়ায় রমজান সম্পর্কিত খাদ্য ও পণ্য ক্রয় বিক্রয় প্রক্রিয়াটি "রমজান বাজার" নামে পরিচিত এবং পবিত্র রমজান মাসের কিছু আগে এবং এই মাসে দেশের বিভিন্ন স্থানে “রমজান বাজার” বেশ আলোড়ন সৃষ্টি করে। 
 
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকার কারণে গত দুই বছরে এসব মার্কেট বন্ধ বা সীমিত করা হয়েছিল।  iqna
 

 

captcha