IQNA

আরবাইন উপলক্ষে;

করবালায় ১ কোটি ৬০ লাখের অধিক জিয়ারতকারীর উপস্থিত

20:32 - September 28, 2021
সংবাদ: 3470741
তেহরান (ইকনা): হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের সচিবলায় ঘোষণা করেছে, এ বছর ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা উপলক্ষে শাইয়্যেদুশ শোহাদার পবিত্র মাযারে ১ কোটি ৬০ লাখের অধিক জিয়ারতকারী উপস্থিত উপস্থিত হয়েছেন। 
এই সচিবলায় এক বিবৃতিতে আরবাইন উপলক্ষে ইমাম জামান (আ. ফা.), মারজায়ে তাকলিদগণ এবং ইসলামী বিশ্ব বিশেষ করে নবী ও আওলিয়াদের দেশ ইরাকের নাগরিকদের জন্য সমবেদনা জানিয়েছেন এবং সকল ইসলামী দেশে শান্তি বিরাজের জন্য দোয়া করেছে। এছাড়াও ইরাক এবং বিদেশ থেকে আগত সকল জিয়ারতকারী যাতে ভালোভাবে জিয়ারত করে সুস্থ ভাবে বাড়ি ফিরে যেতে পারেন সেজন্যেও দোয়া করেছে। 
 
এই বিবৃতিতে আরও বলা হয়েছে: ১৩ শতাব্দীর অধিক সময় যাবত কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.) মাজারের জিয়ারতকারীদের আপ্যায়ন করা হচ্ছে এবং এসকল জিয়াতরকারীদের সেবার দায়িত্ব এই পবিত্র মাযারসমূহের পরিচালকের উপর ন্যস্ত রয়েছে। 
 
জিয়ারতকারীদের অধিক সেবা প্রদান করার জন্য  পরিসংখ্যান এবং ইলেকট্রনিক ডকুমেন্টেশন হল অন্যতম গুরুত্বপূর্ণ কার যা বিগত কয়েক বছর যাবত কার্যকর করা হচ্ছে। 
 
হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের সচিবলায় আরব বলেছে: ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চল্লিশা উপলক্ষ পবিত্র কারবালায় ১,৬৩,২৭,৫৪২ জন জিয়ারতকারী পৌঁছেছেন। এসকল জিয়ারতকারী মোট ৫টি প্রধান প্রবেশদ্বার অর্থাৎ বাগদাদ, নাজাফ, ব্যবিলন এবং হুসাইনিয়া (প্রধান দুই রুট) হয়ে কারবালা মুয়াল্লায় প্রবেশ করেছেন।  iqna
 

 

captcha