IQNA

ইরানে আল-কায়েদার নেতা নিহতের খবর পুরোটাই বানোয়াট ও মিথ্যা

0:03 - November 15, 2020
সংবাদ: 2611813
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুহাম্মাদ আল মাসরি নিহত হওয়ার খবর মিথ্যা ও ভিত্তিহীন। এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ।

তিনি বলেছেন, ইরানে এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো নেতা-কর্মী বা সদস্যের উপস্থিতি নেই। ইরানের রাজধানী তেহরানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে মার্কিন নির্দেশে ইসরাইলি আততায়ীরা হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করার পর এ প্রতিক্রিয়া দেখালেন সাঈদ খাতিবযাদেহ। পার্সটুডে

তিনি আরও বলেন, ইরানে আল-কায়েদার অস্তিত্ব নেই। আল-কায়েদা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সৃষ্টি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল মাঝে মধ্যেই আল-কায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অপকর্মের দায় থেকে নিজেদের মুক্ত করার জন্য এ ধরণের ভিত্তিহীন ও অবান্তর দাবি করে থাকে। এ ধরণের দাবি উত্থাপনের মাধ্যমে তারা আল-কায়েদার সঙ্গে ইরানের সম্পৃক্ততার একটি অবাস্তব ধারণা দেওয়ার অপচেষ্টা চালায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও তথ্যগত যুদ্ধের অংশ হিসেবে এ ধরণের খবর প্রচার করা হয়েছে। তিনি হোয়াইট হাউস ও তেল আবিবের ইরানবিরোধী পরিকল্পিত মিথ্যাচার প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহৃত না হতে মার্কিন মিডিয়ার প্রতি আহ্বান জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, হলিউডের সিনেমার মতো কল্পিত ও বানোয়াট দৃশ্যপটের ফাঁদে পা দেবেন না। iqna

 

 

captcha