IQNA

করোনা প্রতিরোধ করতে মরক্কোতে মসজিদ এবং বিনোদন কেন্দ্রগুলি বন্ধ

20:09 - March 17, 2020
সংবাদ: 2610428
তেহরান (ইকনা)- উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর সকল মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সেখানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে নিজ বাড়িতে অবস্থান ও মসজিদের পরিবর্তে সেখানেই নামাজ আদায়ের নির্দেশ জারি করেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

উত্তর আফ্রিকার একাডেমিক কর্তৃপক্ষ এক ‘ফতোয়া’ জারি করে সোমবার এই রায় দেয়। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ হলে বন্ধ ঘোষণা করা মসজিদগুলো আবারো চালু করা হবে বলে ওই কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সোমবার থেকেই দেশটির রেস্টুরেন্ট, সিনেমা হল, খেলার মাঠসহ সকল চিত্ত-বিনোদনের স্থান বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, রোববার পর্যন্ত মরক্কোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৮ থেকে বেড়ে হয়েছে ২৮জন। এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে একজনের মৃত্যু হয়েছে। iqna

captcha