IQNA

ভারতে মুসলিম নারীদের সম্মেলন

22:08 - December 15, 2019
সংবাদ: 2609840
আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিকভাবে সক্রিয় ও উদ্যোক্তা মুসলিম নরীগণ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে ভারতের বেঙ্গালুরে একত্রিত হয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের বিভিন্ন শহরের উদ্যোক্তা ও অর্থনৈতিকভাবে সক্রিয় শতাধিক নারী গতকাল, ১৪ই ডিসেম্বর মুসলিম মহিলাদের সম্পর্কে সাধারণ স্টেরিওটাইপগুলি অপসারণ এবং তাদের মতামত বিনিময় করার জন্য এই সমাবেশ করেছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ৩৮ বছর বয়সী নাওশিন তাজ ঘরে তৈরি খাবার সরবরাহ ও বিতরণের ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। তিনি বলেন: আমি জানি এটি অনেক কষ্টসাধ্য কাজ, বিশেষত যখন গ্রাহকরা দূরে থাকেন। তবে আমার কাজটি সম্পূর্ণ মহিলাদের কাজ এবং কর্মরত সমস্ত কর্মীই মহিলা।
মুসলিম মহিলা উদ্যোক্তাদের সমর্থন ও সংযুক্ত করতে মহিলা উদ্যোক্তাদের সমিতি (Association of Women Entrepreneurs কর্তৃক এই সমাবেশের আয়োজন করা হয়েছে।  iqna

 

captcha