IQNA

আয়ারল্যান্ডের "মসজিদের দরজা উন্মুক্ত" দিবস পালিত

20:43 - December 02, 2018
সংবাদ: 2607414
আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডের লেইনস্টার প্রদেশের লাউইসে শহরের মুসলিম সম্প্রদায় ১ম ডিসেম্বর "মসজিদের দরজা উন্মুক্ত" দিবস পালন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই দিবস উপলক্ষে গতকাল সকল ধর্মের অনুসারীদের জন্য মসজিদের দরজা খুলে দেয়া হয়েছে।
"মসজিদের দরজা উন্মুক্ত" দিবস পালনের আয়োজকগণ বলেছেন: এটি একটি উত্তম সময়। কারণ, এই দিনে সকলে (অমুসলিমগণ) মসজিদে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম সম্পর্কে তাদের প্রশ্ন করেছে এবং তার উত্তর তারা পেয়েছে।
এই দিনে আগ্রহ ব্যক্তিদের জন্য ইসলামিক ইতিহাস, শিল্প ও হস্তশিল্পের কাজ সম্পর্কে ব্যাখ্যা দেয়া হয়েছে।
এই অনুষ্ঠানটি লাউইসে শহরের রহমান নামক মসজিদে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই শহর সহকারে প্রতিবেশ শহরের অমুসলিম নাগরিকদের মুসলমানদের সাথে পরিচিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
"মসজিদের দরজা উন্মুক্ত" দিবস উপলক্ষে আগত মেহমানরা ইসলাম ধর্ম সম্পর্কে অবগত হওয়া ছাড়াও এই ধর্মের সংস্কৃতি সম্পর্কে অবগত হয়েছে। এই অনুষ্ঠানের পাশাপাশি ক্যালিগ্রাফি, ছবি ও হস্তশিল্পসমূহ প্রদর্শন করা হয়েছে। এছাড়াও মেহমানদের হালাল খাদ্য পরিবেশন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি গতকাল (১ম ডিসেম্বর) স্থানীয় সময় ১২টা থেকে ৫টা পর্যন্ত অব্যাহত ছিল।
iqna

 

 

captcha