IQNA

শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ'তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

20:49 - April 29, 2018
সংবাদ: 2605637
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা (আ.)এর মাযারে ৬ষ্ঠ'তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ বিকালে শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: শীর্ষ স্থানে উত্তীর্ণ ১০ জন প্রতিনিধি এই প্রতিযোগিতায় একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন।
চূড়ান্ত পর্যায়ে ক্বিরাত বিভাগে ৫ জন ক্বারি এবং হেফজ বিভাগে ৫ জন হাফেজ একে অপরের সাথে প্রতিযোগিতা করবেন।
প্রতিযোগিতার ধারাবাহিকতা নির্ধারণ করার জন্য ইলেকট্রনিক লটারি করা হয়েছে। এতে যার নাম আগে আসবে সে প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ক্বিরাত বিভাগে প্রতিযোগিতায় পর্যায়ক্রমে ইরাকের প্রতিনিধি "আহমদ জামাল কামাল", ইরানের প্রতিনিধি "মাহদি গোলাম নিজাদ", ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের প্রতিনিধি "মোহাম্মদ আলী ফুরুগি", জার্মানের প্রতিনিধি "মেহেরজাদ আহমদ" এবং "দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি "ইউসুফ ডেভিড" তিলাওয়াত করেছেন। হেফজ বিভাগে তাজিকিস্তানের প্রতিনিধি "মির্জা নাজার", আলজেরিয়ার প্রতিনিধি "আম্মার ইউসুফ" ইরানের প্রতিনিধি "মুজতাবা ফারদফানী", নাইজারের প্রতিনিধি "হারুন মামাদু হাসান", ইন্দোনেশিয়ার প্রতিনিধি "মোহাম্মদ হামিদি" অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ'তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ খোরাসান রাজাভীর এন্ডোমেন্ট এবং দাতব্য প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে।
iqna

 

captcha