IQNA

ইসলামিক সেন্টারে শুকরের মাংস নিক্ষেপ

22:31 - December 26, 2017
সংবাদ: 2604651
আন্তর্জাতিক ডেস্ক: আয়ারল্যান্ডে রাজধানী বেলফাস্টের ডাউনটাউনের একটি ইসলামিক সেন্টারে অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা শুকরের মাংস নিক্ষেপ করে এর অবমাননা করেছে।

ইসলামিক সেন্টারে শুকরের মাংস নিক্ষেপ

 

বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা উক্ত ইসলামিক সেন্টার এবং এর সংলগ্ন মসজিদের ভিতের শুকরের মাংস এবং মাথা নিক্ষেপ করেছে। এছাড়াও ভবনের দেয়ালে ইসলাম বিদ্বেষী উক্তি লিখেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্য প্যাটারিক ক্যাসিগান ইসলাম বিদ্বেষীদের এই কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: আমি স্থানীয় সকল মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করছি।

তিনি বলেন: ইসলাম ধর্মের প্রতি ঘৃণা থাকার কারণে শত্রুরা এধরণের কাজ করেছে। আয়ারল্যান্ডের কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে তদন্ত করা।

প্যাটারিক ক্যাসিগান বলেন: যখন রাজনৈতিকবিদরা জাতিগত বৈষম্য বিস্তারে সহযোগিতা করেছে, এধরণের পরিস্থিতির জন্য আশ্চর্য হওয়ার কিছু নেই।

তিনি আয়ারল্যান্ডের সকল রাজনৈতিকবিদদের নিকট এধরণের বৈষম্যমুলক কাজ বন্ধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

iqna

 

 

 

captcha