IQNA

ইসরাইলি হামলায় সন্তানদের শহীদ হওয়ার প্রতিক্রিয়ায় ইসমাইল হানিয়াহ  

22:41 - April 11, 2024
সংবাদ: 3475326
ইকনা: গাজায় ইহুদিবাদী বোমা হামলায় তার ৩ সন্তান ও  নাতি-নাতনির শহীদ হওয়ার প্রতিক্রিয়ায় হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন: আমার ছেলেদের রক্তের রং গজার শহীদের রক্তের চেয়ে বেশি রঙিন নয়। কারণ তারা সবাই আমার সন্তান।

হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইলের বিমান হামলায় তাঁর তিন ছেলে নিহত হওয়ার ঘটনা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলবে না। আজ বৃহস্পতিবার, ঈদের পরদিনও গাজায় বোমা হামলার ঘটনা ঘটেছে।

ইসরাইল হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারের সম্প্রচারমাধ্যম আল–জাজিরায় হামাস নেতা হানিয়ে বলেছেন, ওই হামলায় তাঁর চার নাতি–নাতনিও নিহত হয়েছেন। হামাসের সঙ্গে আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা হয়েছে বলেন তিনি।
হামাস নেতা হানিয়ে আরও বলেন, যদি তারা মনে করে এই হামলার পর হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের অলীক কল্পনা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যুদ্ধবিরতির প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। যুদ্ধবিরতি নিয়ে হামাস আলোচনা করছে।

ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন। গাজায় ত্রাণসহায়তা বাড়ানো ও রাফায় হামলার পরিকল্পনা বাদ দিতেও আহ্বান জানিয়েছেন তিনি। 

واکنش اسماعيل هنيه به شهادت فرزندانش در بمباران صهیونیست‌ها

গতকাল এক সাক্ষাৎকারে বাইডেন এমনও বলেন, যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল। তবে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও আজ ভোরে গাজায় একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। প্রত্যক্ষদর্শীরা বলছে, বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলে এই হামলা হয়েছে।

captcha