IQNA

দায়েশের বিরুদ্ধে ইরাকি বাহিনীর নতুন অভিযান

18:30 - June 15, 2021
সংবাদ: 2612967
তেহরান (ইকনা): ইরাকি নিরাপত্তা বাহিনীর মিডিয়া ইউনিট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের অবস্থান ধ্বংস করতে ইরাকি বাহিনীর "আইল্যান্ড লায়ন্স 2" নামে নতুন অভিযান শুরুর ঘোষণা করেছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর মিডিয়া ইউনিট ১৪ই জুন সোমবার একটি বিবৃতি ঘোষণা করেছে: ল্যান্ড ফোর্সেস কমান্ড এবং এর অধিভুক্ত ইউনিটগুলি ইরাকের নেইনাওয়া ও সালাহ আল-দীনের পশ্চিমাঞ্চলে "আইল্যান্ড লায়ন্স 2" নামক সন্ত্রাস বিরোধী নতুন অভিযান শুরু করেছে। মোট ১০টি অক্ষরে এই অপারেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ইরাকের বিমানবাহিনীও সহযোগিতা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবশিষ্টাংশ অনুসন্ধানে এই অভিযান চালানো চালু করা হয়েছে।

ইরাকের নেইনাওয়া, আল-আনবার এবং দিয়ালা প্রদেশগুলির বিশেষ ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক জমিনের কারণে এমন কিছু কঠিন অঞ্চল রয়েছে যেখানে গাড়িতে প্রবেশ করানো সম্ভব নয়। সন্ত্রাসীরা এই সুযোগটি ব্যবহার করে তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য এসকল অঞ্চলসমূহে অবস্থিত বিভিন্ন পাহাড়ের গুহা খনন করে নিজেদের লুকায়িত আশ্রয়স্থান তৈরি করেছে। তবে ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়মিত তাদের সন্ত্রাস নির্মূল কার্যক্রম অব্যাহত রেখে এই উগ্র সন্ত্রাসীদের কার্যক্রমকে ব্যর্থ করছে। iqna

captcha