IQNA

ঈদে গাদির উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে উৎসব মাহফিল + ছবি

2:53 - August 09, 2020
সংবাদ: 2611284
তেহরান (ইকনা): পবিত্র ঈদে গাদির উপলক্ষ আহলে বাইত (আ.) এর ভক্তগণ সকল স্বাস্থ্য প্রোটোকল মেনে চলে ইরাকের পবিত্র নগরী নাযাফে ইমাম আলী (আ.)এর মাযারে উপস্থিত হয়েছেন।

সকল স্বাস্থ্য প্রোটোকল মেনে এই উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং সকল এই মাহফিলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিকারের জন্য দোয়া করেছেন।

বিগত বছরগুলো এই অনুষ্ঠানে কয়েক মিলিয়ন জিয়ারতকারী উপস্থিত হয়েছে। তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বল্পসংখ্যক জিয়ারতকারীদের অংশগ্রহণের মাধ্যমে ঈদে গাদিরের উৎসব পালিত হয়েছে। এই উৎসব সামাজিক মিডিয়ার বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।

ইমাম আলী (আ.)এর মাযারের প্রশাসনিক কাউন্সিলের সদস্য “ফাতেহ আল কারমানি” বলেছেন: ঈদে গাদির উপলক্ষে উপস্থিত জিয়ারতকারীদের মাঝে মাযারের ছবি, মিষ্টি এবং চকলেট বিতরণ করা হয়েছে।

তিনি বলেন: করোনারি হার্ট ডিজিজের বিস্তার রোধ করতে সকল প্রকার স্বাস্থ্য প্রোটোকল মেনে এই সকল উপহার প্যাক করা হয়েছে।

পবিত্র ঈদে গাদির উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ইমাম (আ.)এর পবিত্র মাযার ও আশেপাশের রাস্তা সুসজ্জিত করা হয়েছে।

নাজাফ আশরাফের গভর্নর লুই আল-ইয়াসিরি এর আগে ঘোষণা করেছিলেন যে, করোনাভাইরাস ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে প্রদেশটি প্রদেশের বাইরের জিয়ারতকারীদের গ্রহণ করা হবে না। iqna

 

 

captcha