IQNA

ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদের পক্ষ থেকে কোরবানির মাংস বিতরণ

16:50 - August 03, 2020
সংবাদ: 2611256
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদের পক্ষ থেকে সাত হাজারেরও অধিক মাংসের প্যাকেট বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইন্দোনেশিয়ার ইস্তেকলাল মসজিদের পক্ষ থেকে কোরবানির সাড়ে ৭ হাজার মাংসের প্যাকেট বিতরণ করা হয়েছে। ঈদের দিনে এই মসজিদের পক্ষ থেকে ২০টি গরু এবং ১৫টি ছাগল জবাই করা হয়েছে।

মসজিদের মুখপাত্র নুর হায়েন মাওদারুর বলেন: আমরা কোরবানির মাংস তিনভাবে বিতরণ করেছি; প্রথমে সিপুটাট এলাকার একটি বিশ্ববিদ্যালয়ে জীবন্ত তিনটি গরু এবং চারটি ছাগল প্রেরণ করেছি এবং সেগুলো সেখানে কোরবানি করে বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭টি গরু এবং ১১ টি ছাগল জবাই করা হয়েছে এবং মাংসগুলো জাকার্তার ১১৩টি সংস্থায় বিতরণ করা হয়েছে। প্রত্যেক সংস্থা ২৫ কেজি করে মাংস পেয়েছে এবং মসজিদের কর্মচারী ও খাদেমদের মধ্যে কোরবানির ৩০০টি মাংসের প্যাকেট বিতরণ করা হয়েছে।

ইস্তেকলাল ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ। iqna

captcha