IQNA

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ সমাবেশ

21:41 - November 12, 2019
সংবাদ: 2609620
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ফ্রান্সে। ইসলামবিদ্বেষের বিরুদ্ধে দেশটির রাজধানী প্যারিসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। রবিবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ২০১৭ সালের পিউ রিসার্চের এক প্রতিবেদন বলছে, ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৮.৮ শতাংশ মুসলমান। সংখ্যার হিসেবে তা প্রায় ৫৭ লাখ ২০ হাজার জন। 'ইফপ' নামের এক সংস্থার জরিপ বলছে, ফ্রান্সের ৪০ শতাংশের বেশি মুসলমান ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছেন৷

এসময় বিক্ষোভকারীরা "ধর্মীয়দের ঘৃণা করো না", "ইসলাম বিদ্বেষ যথেষ্ট হয়েছে", "হিজাবী নারীদের প্রতি সংহতি প্রকাশ করো", "একসাথে বাস করা অপরিহার্য", "ইসলামফোবিয়াকে না বলো" এবং "ধর্মের সমালোচনাকে হ্যাঁ বলো" শ্লোগান দিয়ে ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ করেছে।

সংবাদ সূত্রে খবর অনুযায়ী, এই বিক্ষোভে ২৫ হাজার মানুষ অংশ নিয়েছে। "অ্যান্টি-ইসলামফোবিয়া" এবং "নিউ অ্যান্টি-ক্যাপিটালিস্ট পার্টি" দ্বারা বেয়ন মসজিদে হামলার পরে এই বিক্ষোভটি প্রদর্শন করা হয়েছে।

একটি গাড়ি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করা ২৯ বছর বয়সী নারী আসমা ইউমোসিদ নেকাব পরে সমাবেশে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ইসলাম ও পর্দা করা নারীদের সম্পর্কে ইদানীং অনেক বাজে কথা শোনা যায়।

উল্লেখ্য যে, ২৮শে অক্টোবরে ফ্রান্সের বেয়ন শহরের একটি মসজিদে এক চরমপন্থি বন্দুকধারী ব্যক্তি গুলি বর্ষণ করেছে। এরফলে দুই জন আহত হয়েছেন।  iqna

 

captcha