IQNA

শহীদ দিবস উপলক্ষে বক্তৃতা পেশ করবেন হাসান নাসরুল্লাহ

10:00 - November 06, 2019
সংবাদ: 2609580
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব আগামী সোমবার সেদেশের রাজধানী বৈরুতে বক্তব্য রাখবেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: লেবাননের  ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আগামী সোমবার বৈরুতের দাহিয়া এলাকায় অবস্থিত শহীদ সাইয়্যেদ মুহাম্মাদ বাকের অডিটোরিয়ামে বক্তব্য রাখবেন।

শহীদ দিবস উপলক্ষে উক্ত বক্তৃতা সোমবার স্থানীয় সময় ১৪:৩০ মিনিট থেকে শুরু হবে।

১৯৮২ সালের ১১ই নভেম্বর হিজবুল্লাহর যুবক সদস্য আহমাদ কাসির এক বিশেষ অপারেশন চালিয়েছিল। তিনি এই দিনে বিস্ফোরক পূর্ণ একটি গাড়ী দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সামরিক ভবনে হামলা চালান। এই হামলার ফলে ইসরাইলের ১৪‌১ জন সৈন্য ধ্বংস হয় এবং আহমাদ আসির শহীদ হন।

আহমাদ কাসিরের শাহাদাত উপলক্ষে ১১ই নভেম্বরকে শহীদ দিবস ঘোষণা করেছে হিজবুল্লাহ এবং প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে।  iqna

 

 

captcha