IQNA

ভারতীয় হিজাবী ছাত্রীদের সমর্থনে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা 

0:01 - February 12, 2022
সংবাদ: 3471418
তেহরান (ইকনা): ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের হিজাব বিতর্ক এখন আর দেশটির গণ্ডিতে নেই। বিশেষ করে কর্নাটকের মান্ডা জেলার একটি প্রি-ইউনিভার্সিটি কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান খানকে হিজাব পরায় গেরুয়া হিন্দুত্ববাদীদের ধাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে বিভিন্ন দেশের মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা মুসকানের হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সাংবিধানিক অধিকারের প্রতি সমর্থন ও সংহতি জানাচ্ছেন।
 
এবার তাদের সঙ্গে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা। কর্নাটকের হিজাব বিতর্কের ভাইরাল ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মুসলিম মেয়েদের প্রতি সমবেদনা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
 
মুসলিম মেয়েদের হিজাব পরে প্রবেশ নিষিদ্ধ হয়েছে কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে। এই অবস্থায় একটি কলেজে হিজাব পরে শিক্ষার্থীদের প্রবেশ করতে না দেওয়ায় বিতর্ক আরও বেশি করে দানা বেধেছে। এই ইস্যু পৌঁছেছে আদালতে। কেন হিজাব পরে প্রবেশে বাধা তা নিয়ে এক শিক্ষার্থী আবেদন জানিয়েছিলেন কর্ণাটক হাইকোর্টে।
 
গত বুধবার ছিল সেই মামলার শুনানি। শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে আদালত। সংবিধানে আস্থা রাখার কথা জানিয়েছেন বিচারপতি। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুল-কলেজ তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। iqna
captcha