IQNA

রুহানি-পুতিন বৈঠক: দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয়

23:22 - June 15, 2019
সংবাদ: 2608737
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ উপাদান বলে মন্তব্য করেছেন। তিনি শুক্রবার কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রেসিডেন্ট রুহানি বলেন, জ্বালানী ও পরিবহন খাতে ইরান ও রাশিয়ার মধ্যে আশাব্যাঞ্জক সহযোগিতা বিদ্যমান রয়েছে। আগামী সপ্তাহে তেহরানে দু’দেশের যৌথ সহযোগিতা কমিশনের যে বৈঠক হতে যাচ্ছে তাতে এই সহযোগিতা আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষায় রাশিয়ার ভূমিকাকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, ইরান সব সময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি।

এ সমঝোতা থেকে বেআইনিভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে হাসান রুহানি বলেন, যেসব দেশ ও কোম্পানি পরমাণু সমঝোতা মেনে ইরানের সঙ্গে সহযোগিতা করছে মার্কিন সরকার নজিরবিহীনভাবে সেসব দেশ ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।

সাক্ষাতে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যকার ত্রিপক্ষীয় সহযোগিতা সিরিয়ায় সন্ত্রাসবাদের মূলোৎপাটনে কার্যকর ভূমিকা রেখেছে। তিনি ইরানের জ্বালানী খাতে পুঁজি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তিগুলোর বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।  iqna

 

captcha