IQNA

ইসলাম আমার হৃদয়কে শান্তিতে পরিপূর্ণ করে দিয়েছে: নও মুসলিম ম্যাক্সিন

22:17 - June 13, 2019
সংবাদ: 2608723
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নাগরিক ম্যাক্সিন ব্রাডডক সংযুক্ত আরব আমিরাতে তার পবিত্র রমজান মাস অতিবাহিত করেছেন। চলতি বছর রমজান মাসের শুরু হওয়ার পাঁচ দিন পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি নিজের নাম পরিবর্তন করে ঈমান রেখেছেন।

বার্তা সংস্থা ইকনা: ৪৯ বছর বয়সী ম্যাক্সিন জানান, ইসলামের প্রতি তার আগ্রহ জন্মায় তার নিজ দেশের চার্চ সমূহ থেকে। তার মতে, ‘চার্চ সমূহ প্রায়শ ইসলামের বিষয়ে উল্লেখ করে থাকে।’

এ প্রেক্ষিতে ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনার পর তিনি ইসলাম ধর্মকে ‘সুন্দর মূল্যবোধ সমৃদ্ধ একটি ধর্ম’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ‘আমার নিকট ইসলামের যে বিষয়টি খুবই আকর্ষণীয় মনে হয় তা হচ্ছে এর মূল্যবোধ। এসমস্ত মূল্যবোধ আমার হৃদয়ে শান্তি নিয়ে এসেছে। মানুষ জন একে অন্যকে আঘাত করতে দেখলে আমি খুবই রেগে যাই।’

তিনি আরো জানান, তিনি কয়েক বছর পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করতেন কিন্তু তিনি তা করতে পারেন নি কারণ তার বৃদ্ধ মা তার ইসলাম গ্রহণ মেনে নিত না। গত বছরের অক্টোবর মাসে তার মায়ের মৃত্যুর পর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশী করে জানার জন্য ‘Islamic Information Centre’ এ সফর করেন এবং এর পরেই চলতি বছরের রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আর এই বছরের পবিত্র রমজান মাস তার জন্য এমন একটি মাস যখন তিনি একজন মুসলিম হিসেবে সিয়াম সাধনা করেছেন।

তিনি বলেন, ‘যদিও আমি বিগত কয়েক বছর যাবত প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম কিন্তু আমি এ বিষয়ে সফল হতে পারি নি। কিন্তু এই বছর এমনকি আমি মুসলিম হওয়ার পূর্বে আমাকে পথ দেখানোর জন্য সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করেছিলাম এবং তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন।’

ঈমান আরো বলেন, ‘আমি প্রথম কয়েকদিন ফজরের সালাতের আহ্বান বা আজান শুনে জেগে উঠতাম এবং তা আমাকে খুবই আবেগ প্রবণ করে তুলত।’

তার ভাষায় তিনি মহান আল্লাহর পক্ষ থেকে সংকেত পাওয়ার জন্য অপেক্ষারত ছিলেন যা তিনি ‘ভিন্ন ভাবে আমার সামনে উপস্থাপন করেছেন।’ আর এভাবেই তিনি গত মাসের ১২ তারিখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘যদিও আমি একা কিন্তু মহান আল্লাহ তায়ালা আমার হৃদয়কে শান্তি, প্রশান্তি এবং পরিতৃপ্তিতে ভরিয়ে দিয়েছেন।’

ঈমান বলেন, মহান আল্লাহ তায়ালার সাথে তার সম্পর্ক সিয়াম সাধনার মাধ্যমে আরো দৃঢ় হচ্ছে। তার ভাষায়, ‘আমার আশা যখন আমি সালাত আদায় করার জন্য দাঁড়াই তখন আমি আমার এই বিস্ময়কর অভিজ্ঞতার বিষয় ব্যক্ত করতে পারবো।’

ঈমান বলেন, ‘সালাত আদায় করার জন্য আমি সবসময় অপেক্ষায় থাকি। যদিও আমি এখনো নতুন তাই আমি সালাত আদায় করার সময় আমার সকল ইসলামি বই এবং নোট সমূহ খুলে রাখি আর মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি যাতে করে তার মহত্ব ঘোষণা করার জন্য তিনি আমাকে যথাযথ জ্ঞান দান করেন।’

বর্তমানে তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন নিয়মিত পবিত্র কুরআন অধ্যয়ন করেন এবং দোয়া করেন।

তিনি বলেন, ‘আমি যা বলতে চাই তা হচ্ছে, আপনার মন উন্মুক্ত রাখুন, আপনার হৃদয় খুলে দিন এবং আপনি তখন আপনার হৃদয়ের ইচ্ছা সমূহের প্রতিফলন দেখতে পারবেন। মহান আল্লাহ তায়ালার ওপরে বিশ্বাস রাখুন এবং তিনি আপনার পায়ের নিকট সারা পৃথিবী এনে দিবেন। সময়, শক্তি এবং অর্থ যা কিছুই আপনি মহান আল্লাহ তায়ালার পথে ব্যয় করুন না কেন তিনি এমনভাবে আপনাকে এসমস্তের প্রতিদান দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ তিনি দয়ালু, ক্ষমাশীল এবং সকল কিছুর খবর রাখেন।’ খালিজটাইমস ডট কম।

captcha