IQNA

প্রথমবারের মতো ইরাক যাচ্ছেন পোপ ফ্রান্সিস

23:30 - June 12, 2019
সংবাদ: 2608719
আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছরই ইরাক সফরে যেতে চান বলে জানিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দেশটিতে এটিই হবে পোপের প্রথম সফর।

বার্তা সংস্থা ইকনা: সোমবার মধ্যপ্রাচ্য ও অন্যান্য এলাকায় খ্রিস্টানদের সহায়তা করা কয়েকটি দাতব্য সংস্থার সদস্যদের সামনে বক্তব্য রাখার সময় পোপ তার এ ইচ্ছার কথা জানান।

তিনি বলেন, “আমি যখন ইরাকের কথা ভাবি তখন অনবরতই আমার চিন্তা হয়। সেখানে আমার আগামী বছরই যাওয়ার ইচ্ছা আছে।”

মধ্যপ্রাচ্যে ইরাক এবং অন্যান্য আরো কিছু দেশে যুদ্ধ আর সংঘাতের কারণে খ্রিস্টানরা পালিয়ে যাচ্ছে।

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) বিশাল এলাকা দখল করে নেওয়ার পর দেশটির খ্রিস্টান সম্প্রদায়কে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। আইএস এর দাপট সম্প্রতি কমে আসার পর সে দুর্ভোগ কিছুটা কমেছে।

ইরাকে ক্যাথলিক এবং অর্থডক্স খ্রিস্টানদের অনেক চার্চ আছে। সাবেক পোপ জন পল ২ হাজার সালে একবার ইরাকের প্রাচীন উর নগরী ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি আর যেতে পারেননি। iqna

 

 

captcha