IQNA

সৌদি আরবে পবিত্র কুরআনের ২৫০ হাফেজের সম্মাননা প্রদর্শন

21:39 - December 16, 2018
সংবাদ: 2607561
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বিকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সৌদি আরবের তায়েফে পবিত্র কুরআনের ২৫০ হাফেজের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: "এহসানুল হাদিস" নামক জামিয়াত হিফজুল কুরআনুল কারীম সংগঠনের পক্ষ থেকে তায়েফ শহরের একটি মসজিদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআনের ২৫০ হাফেজের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
এই সংগঠনের প্রধান মুহাম্মাদ মুতলাক আল-মাকাতী বলেন: এধরণের পদক্ষেপ গ্রহণের জন্য আমি "এহসানুল হাদিস" জামিয়াত হিফজুল কুরআনুল কারীম সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংগঠনের মূল কার্যক্রম হচ্ছে যুবকদের প্রশিক্ষণ দেয়া এবং তাদের চিন্তাধারাকে বিকৃত চিন্তা থেকে দুরে রাখা।
এছাড়াও এই অনুষ্ঠানের শেষ প্রান্তে পবিত্র কুরআনের ৯ জন শিক্ষককে উপহার প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
iqna

 

captcha