IQNA

আফগানিস্তানে ত্রিপক্ষীয় সম্মেলন

14:48 - December 16, 2018
সংবাদ: 2607555
আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে তিন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তান, পাকিস্তান ও চীনের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই সম্মেলনটি আফগানিস্তানের তালেবান সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সন্ধিচুক্তির আলোকে গতকাল (১৫ই ডিসেম্বর) কাবুলে আফগান প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে আফগানিস্তানের তুলু নিউজ জানিয়েছে, আফগানিস্তানের হাই পিস কাউন্সিল আশাবাদী যে, পূর্ববর্তী সম্মেলনের বিপরীতে এই সম্মেলনে ইতিবাচক এবং বাস্তব কৃতিত্ব সংগঠিত হবে।

উল্লেখ্য, এর পূর্বে আফগানিস্তান, পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের উপস্থিতিতে চীনের বেইজিং উক্ত ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেইজিং-এর বিজনীগ শহরে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করেছে।

বেইজিং-এ অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনের পর দ্বিতীয় বারের মতো কাবুল, ইসলামাবাদ ও বেইজিং-এর উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

iqna

 

captcha