IQNA

আয়াতুল্লাহ মুহাম্মাদ দামাদের উপস্থিতিতে;

ইকনায় "তাফিসের শামস"-এর মোড়ক উন্মোচন করা হবে

23:31 - December 15, 2018
সংবাদ: 2607551
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা'র হেড অফিসে মুস্তাফা বুরুজেরদীর রচিত পবিত্র কুরআনের ১০ খণ্ডের তাফসিরে শামসের মোড়ক উন্মোচন করা হবে।

বার্তা সংস্থা ইকনা: গবেষণা সপ্তাহের শুরুতে আগামীকাল (১৬ই ডিসেম্বর) বিজ্ঞান একাডেমীর বিজ্ঞান বিভাগের প্রধান আয়াতুল্লাহ মুহাম্মাদ দামাদের উপস্থিতিতে উক্ত তাফসিরে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে ইকনা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ এবং রাজনৈতিক, গবেষক এবং বিজ্ঞ ব্যক্তিত্বমণ্ডলীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বুস্তানে কিতাব পাবলিশিং হাউস তাফসিরে শামস বইটি প্রকাশ করেছে। এই পাবলিশিং হাউসের প্রধান মুহাম্মাদ বাকের আনসারী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাফসির শামস বইটি ১০ খণ্ডে লেখা হয়েছে। বইটির সম্পাদনার কাজ দীর্ঘ ১১ বছরে সম্পন্ন করা হয়েছে।
আগামীকাল ইমাম হাসান আসকারীর (আ.) পবিত্র জন্ম বার্ষিকীর সমসময়ে ইকনা নিউজ এজেন্সির কনফারেন্স হলে সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাফসিরে শামস গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে।
iqna

 

captcha