IQNA

আগামী ছয় মাসে বিদেশে ভ্রমণ করবেন না ইরাকের প্রধানমন্ত্রী

22:24 - December 15, 2018
সংবাদ: 2607545
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী আগামী ছয় মাসে বিদেশে ভ্রমণ করবেন না।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী আগামী ছয় মাসে বিদেশে ভ্রমণ না করার ব্যাপারে সেদেশের প্রেসিডেন্ট বারহাম সালেহর সাথে একমত পোষণ করেছেন।
অবহিত সূত্র মতে, আদেল আবদুল মাহদী সিদ্ধান্ত গ্রহণ করেছেন অতি জরুরী ব্যতীত বিদেশে ভ্রমণ করবেন না। বিদেশে অফিসিয়াল ভিজিট সেদেশের প্রেসিডেন্ট বারহাম সালেহ আঞ্জাম দেবেন।
ইরাকের প্রধানমন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে তার মন্ত্রীসভা সম্পন্ন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচন করার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই ছয় মাসের মধ্যে অতি জরুরী ব্যতীত বিদেশে সফর না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
iqna

 

captcha