IQNA

আফ্রিকায় শিক্ষা প্রকল্পের সমর্থনে ইসলামিক সহযোগিতা সংস্থা

21:52 - December 15, 2018
সংবাদ: 2607544
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক সহযোগিতা সংস্থার মহাসচিব ইউসুফ বিন আহমাদ আছিমিন আফ্রিকান দেশসমূহ বিশেষ করে গাম্বিয়া, উগান্ডা এবং মরিশাসের শিক্ষা কর্মসূচির প্রকল্পসমূহকে সমর্থন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইউসুফ বিন আহমাদ আছিমিন এ ব্যাপারে বলেন: ইসলামিক সলিডারিটি অর্গানাইজেশন ফান্ড শক্তিশালীকরণের জন্য সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক ও স্বাস্থ্য এবং মুসলমানদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে মানব উন্নয়ন, ধারণক্ষমতার উন্নয়ন ও মানব ক্ষমতার বিকাশ ঘটানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০১৮ সালে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি ফান্ডের ৬০তম স্থায়ী বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
iqna

 

captcha