IQNA

গাজায় "প্রত্যাবর্তনের আয়না" চিত্র প্রদর্শনী

21:21 - December 14, 2018
সংবাদ: 2607542
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী জিহাদ আন্দোলন গাজায় "প্রত্যাবর্তনের আয়না" শিরোনামে একটি ফটো প্রদর্শনীর আয়োজন করেছে।

বার্তা সংস্থা ইকনা: "প্রত্যাবর্তনের আয়না" চিত্র প্রদর্শনীটি গাজায় আল-সরায়া স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত চিত্র প্রদর্শনীর মুল দর্শকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিল ইসলামী জিহাদ আন্দোলনের নেতাগণ, শিক্ষার্থীগণ এবং ফিলিস্তিনের সাধারণ জনগণ।
এই প্রদর্শনী পর্যবেক্ষক "আওয়াজ আবু দাক্কা" বলেন: এই প্রদর্শনীর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভের দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও বিক্ষোভ চলাকালীন সময়ে ইসরাইলি সৈন্যদের হামলার দৃশ্যও জনসম্মুখে তুলে ধরা হয়েছ।
তিনি বলেন: এই প্রদর্শনী বেশ কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। এসকল বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে জনগণের ঐতিহ্য ও নেতাদের প্রতিরোধের ছবি।
iqna

 

captcha