IQNA

ইরানের সর্বোচ্চ নেতা;

ইরানের মোকাবেলায় শত্রুরা এখন পর্যন্ত কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও কিছু করতে পারবেনা

21:57 - December 12, 2018
সংবাদ: 2607522
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকার আসল চেহারার সঙ্গে পরিচিত হতে চাইলে সেদেশের প্রেসিডেন্ট ও রাজনীতিবিদদের দিকে তাকাতে হবে। তিনি আজ (বুধবার) তেহরানে শহীদ পরিবারের সদস্যদের এক সমাবেশে এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন রাজনীতিবিদদের দিকে তাকান। তাদের অর্থ-পূজা, অন্যের অধিকার হরণ এবং মানুষের জান-মালকে গুরুত্ব না দেয়ার মতো ঘটনাগুলো বিবেচনায় নিন। এ ক্ষেত্রে ইয়েমেন একটি উদাহরণ। ইয়েমেনে সৌদি আরব অপরাধ করছে, কিন্তু অপরাধে আমেরিকার হাত রয়েছে। আমেরিকা নিজেও তা স্বীকার করছে। ইয়েমেনে হাসপাতাল এবং বাজারসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হচ্ছে। এরাই হলো অপরাধী। এটাই হলো আমেরিকার আসল চেহারা।
ইরান-বিরোধী মার্কিন তৎপরতা সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানের বিরুদ্ধে গত দুই বছরের নানা মার্কিন পদক্ষেপ বিশেষকরে সর্বাত্মক নিষেধাজ্ঞা এবং ইরানের শত্রুদের প্রতি তাদের সমর্থনের মধ্যদিয়ে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। তিনি বলেন, তারা নিষেধাজ্ঞা আরোপ ও অনিরাপত্তা সৃষ্টির বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ইরানে বিভেদ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে চেয়েছিল। জনগণকে রাস্তায় নামাতে চেয়েছিল। তারা এর নাম দিয়েছিল 'হট সামার'।
ইরানের ইসলামি বিপ্লব ৪০ বছর পূর্ণ করতে পারবে না বলে মার্কিন কর্মকর্তারা যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোর সমালোচনা করে তিনি বলেন, ইরানি জাতি পরিপূর্ণ দৃঢ়তার সঙ্গে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী ১১ ফেব্রুয়ারি সাড়ম্বরে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তির অনুষ্ঠান করবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এই অনুষ্ঠান হবে বেশি জাঁকজমকপূর্ণ।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সম্পর্কে বলেন, ইরানের মোকাবেলায় শত্রুরা এখন পর্যন্ত কিছুই করতে পারে নি এবং ভবিষ্যতেও কিছু করতে পারবে না।
হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী তার বক্তৃতার একাংশে ইসলামের শত্রুদের সঙ্গে আলে সৌদের বন্ধুত্ব এবং ইয়েমেনে তাদের অপরাধের প্রতি ইশারা করে বলেন: সৌদিরা ভেবেছিল তারা কয়েক দিন বা কয়েক সপ্তাহে ইয়েমেনকে পরাজিত করতে পারবে। কিন্তু চার বছর অতিবাহিত হওয়ার পরেও তার সফল হতে পারেনি। যতবেশী সময় অতিবাহিত হবে, ততবেশী কষ্টসাধ্য হবে।
তিনি ইয়েমেন ও বাহরাইনে আলে সৌদের নীতিকে নির্বোধ নীতি বলে অবিহিত করে বলেছেন: হারামাইনের খাদেমদের «اشداءُ علی الکفار» (কাফেরদের প্রতি কঠিনতর হতে হবে) হওয়া উচিত। তাদেরকে «اشداءُ علی المؤمنان» (মু'মিনদের প্রতি কঠিনতর হতে হবে) এবং ইয়েমেন বা বাহরাইনের জনগণের বিরোধিতা করলে চলবে না।
সর্বোচ্চ নেতা বলেন: বর্তমানে দুনিয়ায় তুফান বইছে। যে তুফান ইউরোপ ও ফ্রান্সে পৌঁছেছে। ইরানের জাতি ইসলামের বরকতে আহলে বায়েতের(আ.) নিরাপদ জাহাজে অবস্থান করছে এবং এবং বিজয় এই জাতির অন্তর্গত।
iqna

captcha