IQNA

'হুদায়দায় রক্তক্ষয়ী আগ্রাসন দাম্ভিক শক্তিগুলোর ঘৃণ্য চরিত্রের বহিঃপ্রকাশ'

21:38 - June 20, 2018
সংবাদ: 2606023
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদায়দা দখলে নেয়ার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, মার্কিন মদদপুষ্ট এ বর্বরোচিত হামলা বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর শয়তানি চরিত্রের আরেকটি নিদর্শন।

 

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আজ (বুধবার) তেহরানে ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি এবং একদল সংসদ সদস্যের উপস্থিতিতে দেয়া বক্তব্যে বলেন, কিছু উন্নত অস্ত্রধারী দেশ ইয়েমেনের গুরুত্বপূর্ণ হুদায়দা বন্দর দখলে নিতে যে রক্তাক্ত এবং নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তা বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর দুষ্ট চরিত্রের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সৌদি জোট আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় হুদায়দা অঞ্চলে নতুন পর্যায়ের হামলা শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে, হুদায়দায় হামলার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। এ হামলায় এ পর্যন্ত ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার বক্তব্যের অন্য অংশে অভিবাসী শিশুদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার মার্কিন নীতির প্রতি ইঙ্গিত করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ ধরনের ভয়ানক আচরনের কড়া সমালোচনা করেন। সর্বোচ্চ নেতা বলেন, মানবতার এ দুষমন ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নানাভাবে শত্রুতা করে আসছে। কারণ ইরানের জনগণের দৃঢ়তা এবং ঐক্য তারা সহ্য করতে পারছে না।

সর্বোচ্চ নেতা আরো বলেন, আল্লাহর রহমতে এবং নিজস্ব শক্তির ওপর ভরসা করে ইরানি জাতি আমেরিকাসহ অন্যান্য শত্রুর ওপর বিজয়ী হবে। তিনি বলেন, শত্রুরা সংঘবদ্ধ হয়ে গত ৪০ বছর ধরে ইরানি জাতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে এবং ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া থেকে শুরু করে নিষেধাজ্ঞা আরোপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বানচাল করা-এমন কোনো হীন পন্থা নেই যা তারা অবলম্বন করেনি। কিন্তু তারা প্রতি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।

iqna

captcha