IQNA

এমন কিছু কর যাতে আল্লাহ তোমাদেরকে স্মরণ করেন

22:26 - June 17, 2018
সংবাদ: 2606003
তোমরা যখন আল্লাহর প্রতি মনোনিবেশ কর তখন তোমাদের অন্তরে তিনি হাজির হন, তখন তোমরা খোদাকে স্মরণ কর এবং তখনই আল্লাহর তোমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তোমাদের স্মরণ করেন। ঠিক এভাবেই সর্বদা আল্লাহকে তোমাদের কথা স্মরণ করিয়ে দিও।

 

বার্তা সংস্থা ইকনা: শবে কদর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটি সুযোগ সুতরাং এই সুযোগে আল্লাহর কাছে ক্ষামা চাও। কেননা কিয়ামতের দিন আর ক্ষমা চাওয়ারও সুযোগ থাকবে না। «وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ»

কিয়ামতের দিন অপরাধী দেরকে ক্ষমা চাওয়ার অনুমতি দেয়া হবে না কেননা সে দিন আর সেই সুযোগ থাকবে না। দুনিয়াতে তোমদের তওবা করার অনুমতি দেয়া হয়েছে যাতে তোমরা ক্ষমা প্রাপ্ত হতে পার। নিজেরেকে সকল অন্যায় থেকে দূরে সরাতে পার।

কেননা আল্লাহ নিজেই বলছেন: «وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ» আমাকে স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব।

এখন এই সুযোগকে যদি কাজে না লাগোনো হয় এবং ক্ষমা না চাওয়া হয় আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দূরে ঠেলে দিবেন এবং বলবেন: আমি তোমদেরকে চিনি না তোমরা চলে যাও, তোমাদের কোন ক্ষা নেই।

শবে কদর হচ্ছে অতি সম্মানিত একটি রাত যে রাতকে আল্লাহ হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ করেছেন।خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ এই রাতে আমরা যদি আল্লাহর কাছে নিজের সকল আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারি তাহলে আল্লাহ তা কবুল করবেন।

 

captcha