IQNA

মাহে রমজানে মসজিদের প্রকৃত অবস্থান বুঝা সম্ভব

19:35 - June 15, 2018
সংবাদ: 2605990
মসজিদ এ পৃথিবীতে আল্লাহর ঘর হিসেবে পরিচিত; যেখানে আল্লাহর খালেস বান্দারা ইবাদত-বন্দেগীতে মশগুল হয়। মূলত: ইসলাম ও কুরআনের বাণী প্রচারের সবচেয়ে কার্যকর স্থান হচ্ছে মসজিদ।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম খোমেনীর (রহ.) নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা লাভের পর থেকে মসজিদের প্রতি গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিটি মহল্লায় মসজিদ রয়েছে যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়ে জামাতের নামায আদায় করে থাকে। কিন্তু এখনও আমাদের সমাজে মসজিদের প্রকৃত অবস্থান প্রতিষ্ঠিত হয় নি।

ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ যাবতীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। রাসূল (সা.) মসজিদকে ঘিরেই মুসলিম সমাজ পরিচালনা করতেন।

মসজিদ এমনই পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান; যে স্থানের ফজিলতে আয়াত ও রেওয়ায়ত বর্ণিত হয়েছে। পবিত্র কুরআনের সূরা তওবার ১৫০ নং আয়াতে আল্লাহ বলেছেন যে, মসজিদের প্রতি তোমাদের মনোযোগ থাকা উচিত; যাতে তোমরা বিপথগামী না হও। এছাড়া রাসূল (সা.) ও মাসুম ইমামগণ তাদের বাস্তব জীবনে মসজিদের প্রতি অপরিসীম গুরুত্বারোপ করেছেন। কাজেই আমরা যদি মসজিদের প্রতি মনোযোগ বৃদ্ধি করি, তাহলে আমাদের অনেক সামাজিক ও ব্যক্তিগত সমস্যা সমাধান হয়ে যাবে। শাবিস্তান

captcha