IQNA

শিয়াদের প্রতি ইমাম মাহদী(আ.) যেভাবে দয়া দেখান

18:54 - June 12, 2018
2
সংবাদ: 2605971
সে তিন বার শুনেত পেল যে কেউ তাকে না মরে ডাকছে, বের হয়ে দেখল একজন সম্মানিত সাইয়্যেদকে দেখতে পেলাম যার মুখ ঢাকা ছিল। তিনি বলছেন: আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারি কিন্তু চাই যে তোমরাও একটি পর্যায়ে পৌঁছে যাও।



বার্তা সংস্থা ইকনা: রজব আলী খাইয়াতের কাছে তার ভক্তরা ইমাম মাহদীর সাক্ষাত কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে বার বার জানতে চাইলে তিনি বলেন: ৪০ দিন প্রতি রাতে ১০০ বার এই আয়াতটি وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا পড়তে হবে।

শেখ রজব আলীর কথা শুনে একজন ৪০দিন আমল করার পর কোন সুফল না পেয়ে তাকে বলে আমি এই আমল করেছি কিন্তু ইমামের সাক্ষাত তো পেলাম না। শেখ রজব আলী বলেন, তুমি যখন মসজিদে নামাজ আদায় করছিলে তখন একজন সৈয়দ তোমার কাছে এএস বলেছিল বা হাতের আঙ্গুলে অংটি পরতে নেই। তখন তুমি তাকে বলেছিলে: کلُ مکروه جائز মাকরুহ কাজ করা জায়েজ আছে। তিনিই ইমাম জামান ছিলেন।

আরেকটি ঘটনা হচ্ছে দুই জন দোকানদার একটি সৈয়দ পরিবারের দেখাশুনার দায়িত্ব নিয়েছিল, তার মধ্যে একজন এই আমলটি করে ইমাম মাহদীর সাথে সাক্ষাত করার সিদ্ধান্ত নেয়। ৪০ দিন হওয়ার পূর্বেই সেই সৈয়দ পরিবারের একটি সন্তান ঐ লোকের দোকানে এসে সাবান চাইলে, লোকটি বলে, তোমার মা শুধু আমাকেই চিনেছে কেন ঐ দোকানে গেলে কি হয়।

সেই রাতে ঘুমানোর পর সে শুনতে পেল যে উঠান থেকে কেউ তাকে ডাকছে। বাইরে গিয়ে কাইকে দেখল না এভাবে তিনবার তার নামধরে ডাকে শুনে সে গেটের বাইরে গিয়ে দেখে একজন সাইয়্যেদ রাস্তায় দাড়িয়ে আছেন। তার মুখ ঢাকা তিনি বলছেন: আমরাই আমাদের সন্তানদেরকে পরিচালনা করতে পারি কিন্তু চাই এই ওসিলায় তোমরাও কিছু অর্জন কর।

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
আয়াত কোন সূরার । কত নম্বর।
অ্যাডমিন সূরা ইসরার ৮০ নম্বর আয়াত।
আজ্ঞাতনামা
0
0
এই সূরার অন্য নাম কি?
অ্যাডমিন সূরা বনী ইসরাইল
captcha