IQNA

ফাতেমা যাহরার (আ.) নিকট পৃথিবীর পছন্দনীয় তিনটি জিনিস?

22:17 - March 14, 2018
সংবাদ: 2605260
নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরার (আ.) নিকট পৃথিবীর তিনটি জিনস অতি পছন্দনীয় ছিল; সেগুলো হল যথাক্রমে পবিত্র কুরআন তিলাওয়াত, রাসূলের (সা.) প্রতি দৃষ্টিপাত করা এবং আল্লাহর পথে দান করা।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী রাসূলের (সা.) ওফাতের পর যখন তার প্রিয়তম কন্যা হযরত ফাতেমা যাহরা (আ.) পিতার শোকে মারাত্মক অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থাতে ছিলেন; এমন সময় মদিনার নারীরা তাকে দেখার জন্য আসলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন:

تلاوه کتاب الله و النظر فی وجه رسول و الانفاق فی سبیل الله."

অর্থাৎ আমি তোমাদের এ দুনিয়াতে তিনটি জিনিসের প্রতি অধিক আকৃষ্ট ছিলাম; সেগুলো হল যথাক্রমে পবিত্র কুরআন তিলাওয়াত, রাসূলের (সা.) প্রতি দৃষ্টিপাত করা এবং আল্লাহর পথে দান করা।

যদি আমরা নবী নন্দিনীর পছন্দনীয় এ তিনটি জিনিসের প্রতি গভীর দৃষ্টিপাত করি; তাহলে দেখা যাবে যে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোন বান্দার জীবনে প্রয়োজনীয় যাবতীয় বিষয়সমূহ উক্ত তিনটির মধ্যে যথাযথভাবে বিদ্যমান। কেননা পবিত্র কুরআন হল আসমানি কিতাব; যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে মানুষকে সঠিক ও সত্য পথের দিকনির্দেশনা দানের জন্য। তাই এ কিতাব হচ্ছে আল্লাহ ও বান্দার মধ্যে গভীর সম্পর্কে সেতুবন্ধন হিসেবে বিবেচিত।

আর এ মহীয়সী রমণীর নিকট দ্বিতীয় পছন্দ বিষয় হচ্ছে রাসূলের (সা.) প্রতি দৃষ্টিপাত; আর এর মধ্য দিয়ে বুঝা যায় যে, রাসূলের (সা.) সাথে তার সম্পর্ক কত গভীর ও অবিচ্ছেদ্য ছিল।

তৃতীয় হচ্ছে আল্লাহর পথে গরীব ও অসহায়দের প্রতি সাহায্য ও সহযোগিতা করা। আর এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ আদেশ।

captcha